প্রতারণা ও অনিয়মের দায়ে স্টেশন মাস্টারসহ ৪ জন সাময়িক বরখাস্ত

- আপডেট সময় : ০৮:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
যাত্রীদের সাথে প্রতারণা ও অনিয়মের দায়ে দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টারসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলেন- দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শংকর কুমার গাঙ্গুলী, ভারপ্রাপ্ত বুকিং সহকারী আব্দুল আল মামুন, বুকিং সহকারী রেজওয়ান সিদ্দিক ও আব্দুল কুদ্দুস। এদের মধ্যে ৩ জনকে যাত্রীদের সঙ্গে প্রতারণা, অনিয়ম ও রেলওয়ের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে এবং বুকিং সহকারী আব্দুল কুদ্দুসকে কাউন্টারে অতিরিক্ত টাকা পাওয়ার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপির নির্দেশে বিভিন্ন স্টেশনের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গোপন তদন্ত শুরু করা হয়। এতে উঠে আসে টিকিট থাকার পরও নেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যা রেলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।