প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ভুঁইফোড় কোম্পানি খুলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নানা পদে ভালো বেতনে নিয়োগের লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি প্রতারণা করে ৪ বছরে অন্তত দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চাকরির ভুঁয়া নিয়োগ পত্র দিয়ে অর্থ হাতিয়ে নিতো তারা। সিআইডির কাছে ৫০ জন অভিযোগ করলেও, ভুক্তভোগীর সংখ্যা শতাধিক হবে বলে জানায় সিআইডি। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, নারায়ণগঞ্জ থেকে ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।