প্রজন্মের পর প্রজন্ম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের করা উন্নয়ন পরিকল্পনার সুফল পাবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
প্রজন্মের পর প্রজন্ম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের করা উন্নয়ন পরিকল্পনার সুফল পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদা অক্ষুন্ন রাখতে বিজ্ঞান গবেষণায় গুরুত্ব দেবার তাগিদ দিয়েছেন তিনি।
বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তির প্রসারে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স। গণভবন থেকে ভার্চুয়ালি এ স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞান গবেষণা ও শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর গড়ে দেওয়া ভীত ধরেই দেশের অগ্রযাত্রা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বিএনপি শাসনামলে সরকারের ভুল সিদ্ধান্তে অগ্রযাত্রা ব্যহত হওয়া এবং পিছিয়ে যাবার ঘটনারও উল্লেখ করেন তিনি। যুগোপযোগী আধুনিক বাংলাদেশ বিনির্মাণে গবেষণার বিকল্প নেই বলে জানান সরকার প্রধান। করোনার নতুন ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমণ রোধে স্বাস্থ্যসুরক্ষা বিধি মানার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























