প্রখ্যাত রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মোহন মিয়া সৃতি সংসদ।
এ উপলক্ষে বাদ আসর ফরিদপুরের ময়েজ মঞ্জিলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মোহন মিয়া সৃতি সংসদের সভাপতি প্রেফেসর এসএ সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এএফএম কাউয়ুম জঙ্গী, বিএনপি নেতা আ. লতিফ মিয়া, পঞ্চজ চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, ওলামা দলের সাধারন সম্পাদক মাও. কবির আহমেদ। পরে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালন করেন ফরিদশাহ জামে মসজিদের পেশ ইমাম মাও. আবুল কালাম আজাদ। এসময় করোনায় আক্রান্ত কেন্দ্রীয় বিএনপির ভাইচ-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ এর রোগ মুক্তির জন্য দোয়াকরা হয়।