প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের আজ দশম মৃত্যুবার্ষিকী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের আজ দশম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শোক রেলী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়।
নন্দিত লেখক ও পরিচালক ড. হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় কালো ব্যাজ ধারণ, শোক রেলি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকালে জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে দিবসটি উপলক্ষে স্কুল প্রাঙ্গনে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়। পরে শোক রেলিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশ নেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত হুমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।




















