প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিত নিহত হলেন মা-সন্তানসহ তিনজন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিত নিহত হলেন মা-সন্তানসহ তিনজন। কুষ্টিয়ার কাস্টমস মোড়ে সকালে দিকে এ হত্যাকাণ্ড ঘটে। ঘাতককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়ায় পৌর এলাকার কাস্টমস মোড়ের একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা ওই পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় আটককারী। এসময় গুলিবিদ্ধ হন শিশুসহ তিনজন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজনই মারা যায়। হাসপাতালটির আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।