পৌর শহরের বাইরে সংক্ষিপ্ত সমাবেশে খালেদা জিয়ার মুক্তি দাবি
																
								
							
                                - আপডেট সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
 - / ১৬০৫ বার পড়া হয়েছে
 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে, নির্ধারিত স্থানে ১৪৪ ধারা জারি করায় পৌর শহরের বাইরে সীমিত পরিসরে কর্মসুচি পালন করেছে তারা।
দুপুর থেকে শহরের বাইরে বটতলিতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে। এতে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানাসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত হন। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রসাশন। সকাল থেকেই ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে সমাবেশস্থলসহ শহরের ৫৬টি পয়েন্টে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে, কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে, সমাবেশে যাওয়ার সময় জেলার আশুগঞ্জে রুমিন ফারহানার গাড়ি আড়াই ঘন্টা আটকে রাখে পুলিশ। তবে, পুলিশ আটকের কথা অস্বীকার করে।
																			
																		













