পৌর নির্বাচন উপলক্ষ্য আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি দুইদিন বন্ধ থাকবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপে আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য দুইদিন বন্ধ থাকবে।
শনিবার থেকে রবিবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ী নেতাদের জানিয়ে দেয়া হয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ জানান, চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।