পেসার খালেদ আহমেদকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ দলের পেসার খালেদ আহমেদকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
সেই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। খালেদের বিরুদ্ধে আইসিসির কোড অব কনডাক্টের লেভেল-ওয়ান ভঙ্গের অভিযোগ আনা হয়। যে অনুযায়ী শাস্তি দেয়া হয়েছে টাইগার পেসারকে। পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে বল করতে এসে কাইল ভেরেনেকে বল ছুঁড়ে মারেন খালেদ। বলটি ভেরেনের গ্লাভসে গিয়ে আঘাত করে। এরপর দু’জনের কথা কাটাকাটিও চলে বেশ কিছুক্ষণ। পরে ম্যাচ আম্পায়ার ও টিভি আম্পায়ার খালেদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। আম্পায়ারদের আনিত অভিযোগে অপরাধ স্বীকার করেন খালেদ এবং অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন।