পেশাদার ফুটবলকে বিদায় বললেন মারিও মানজুকিচ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
পেশাদার ফুটবলকে বিদায় বললেন ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপের ফাইনালে খেলা মারিও মানজুকিচ। নিজের ইনস্টাগ্রাম থেকে করা পোস্টে সব ধরনের পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে ভুগছিলেন বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাসের সাবেক এই ফরোয়ার্ড। ২০১০ সালে ডায়নামো জাগরেবের হয়ে ক্যারিয়ার শুরু হয় মানজুকিচের। এরপর ভলফসবুর্গ হয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি। ২০১৩ সালে মানজুকিচের গোলেই বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতে বায়ার্ন মিউনিখ। ক্লাব ক্যারিয়ারে পরের সময়টাতেও উজ্জ্বল ছিলেন মানজুকিচ। বায়ার্নের পর অ্যাটলেটিকো মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। দেশের হয়ে ৮৯ ম্যাচে মানজুকিচ গোল করেছেন ৩৩টি।