পেঁয়াজের উচ্চমূল্যের পেছনে কারো তা খতিয়ে দেখবে উচ্চ আদালত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
 - / ১৬৩৯ বার পড়া হয়েছে
 
এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক না হলে, এ বিষয়টি শুনানির জন্য গ্রহণ করা হবে এবং পেঁয়াজের উচ্চমূল্যের পেছনে কারো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখবে উচ্চ আদালত।
পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির নেপথ্যে প্রশাসনের সংশ্লিষ্টদের ব্যর্থতা বেআইনি ঘোষনা এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দশনা চেয়ে ব্যারিস্টার তানভীর আহমেদের করা রিটের প্রতিক্রিয়ায় হাইকোর্ট এমন মন্তব্য করে। উচ্চ আদালত জানায়, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক না হলে এ বিষয়টি শুনানির জন্য গ্রহণ করা হবে। আইনজীবী জানান, বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এসব কথা বলেন।
																			
																		












