পৃথক ঘটনায় সাভার আশুলিয়া ও ধামরাই থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
পৃথক ঘটনায় সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় প্রাইভেট কারের ভেতর থেকে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকার খাদে পড়ে ওই চালক নিহত হয়েছে বলে জানায় পুলিশ। অন্যদিকে, সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরো এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি বাড়ি থেকে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, ধামরাইয়ের দক্ষিণপাড়ায় একটি কারখানা থেকে এক শ্রমিকের মরেদহ উদ্ধার করেছে পুলিশ। ৪ জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।