পৃথক ঘটনায় এক শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আলাদা ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে এক শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে সাভারের বিরুলিয়ার আক্রানে নিজ ভাড়া বাড়ি থেকে হাবিবা খাতুন নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নিহতর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। অপরদিকে, ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর এলাকা থেকে এক যুবকের মরেদহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এছাড়া আশুলিয়ার বেরণ এলাকায় একটি বাড়িতে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে মাসুম নামের ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় ফাতেমা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী পরিত্যক্তা এ তরুণী জেলা শহরের উত্তর মৌড়াইলে একটি বাড়িতে ভাড়া থেকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।