পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ২০৯৫ বার পড়া হয়েছে
যশোরে পূর্ব শত্রুতার জেরে জুম্মান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতরাতে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ভাই জানান, রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা জুম্মানকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। রাতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন থেকে চাচা মোকছেদুল ইসলামের সঙ্গে ভাতিজা মাহফুজুরের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছুরি দিয়ে মাহফুজুরের গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন মোকছেদুল।পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

 
																			 
																		















