পূর্ব ইউক্রেনের একাধিক শহর থেকে শয়ে শয়ে মরদেহ উদ্ধার হচ্ছে : জেলেনস্কি

- আপডেট সময় : ০৪:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনের একাধিক শহর থেকে শয়ে শয়ে মরদেহ উদ্ধার হচ্ছে। সম্পূর্ণ ধসে যাওয়া মারিউপোলের বহুতল ভবনগুলি খন্ড খন্ড বিল্ডিংয়ে পরিণত হয়েছে। বাড়িগুলি থেকে শয়ে শয়ে দেহ উদ্ধার হচ্ছে। বেশিরভাগই দেহ বেসামরিক ব্যক্তিদের।
দেহগুলো দাফনের ব্যবস্থা করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় এক বক্তৃতায় ওই অঞ্চলের অন্য জায়গা থেকেও একইভাবে দেহ উদ্ধারের আশঙ্কা প্রকাশ করেন জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।
জেলেনস্কি জানিয়েছেন, এযাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই হচ্ছে সিভিয়েরোদনেৎস্কে। ইউক্রেনের সেনা জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করছে শহরটি। যদিও এদিনই রাশিয়া দাবি করেছে, সিভিয়েরোদনেৎস্ক অঞ্চলটি রাশিয়ার সেনা প্রায় দখল করে নিয়েছে। এদিকে জেলেনস্কির দাবি, ডনবাসের যুদ্ধে রাশিয়ার প্রভূত্ব ক্ষতি হচ্ছে। তাদের বহু সেনার মৃত্যু হয়েছে।