পূর্বপরিকল্পিত নীলনকশা অনুযায়ী বিএনপি বাসে আগুন দিয়ে নাশকতা করেছে
- আপডেট সময় : ০৭:২৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
পূর্বপরিকল্পিত নীলনকশা অনুযায়ী বিএনপি বাসে আগুন দিয়ে নাশকতা করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এ সময় বিএনপির প্রতি হুশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, অতীতের মতো জনগণকে সঙ্গে নিয়ে আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তির দাঁতভাঙা জবাব দেয়া হবে।
শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপনির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনা ভীতির কারণে ঢাকা সিটিতে ভোটার উপস্থিতি আশানুরুপ না হলেও সিরাজগঞ্জে ৫১ শতাংশ ভোট পড়েছে জানিয়ে তিনি অভিযোগ করে বলেন গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচরিত অভ্যাস ছাড়তে পারেনি।
সন্ত্রাসী চরিত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিএনপিকে জনগণ প্রত্যাখান করেছে উল্লেখ করে তাদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও হুশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া আগামীকাল যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলেও জানান সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
















