পুলিশ সুপারের হুমকির প্রতিবাদে জামালপুরে সাংবাদিকদের মানববন্ধন

- আপডেট সময় : ০৮:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
জামালপুর ও কুড়িগ্রামে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে ফেলার হুমকি দিয়েছেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এ ঘটনার প্রতিবাদে জামালপুরে সাংবাদিকদের সব সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করে। দুপুরে শহরের দয়াময়ী মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রাকিনুল হক চৌধুরী ছোটনের নেতৃত্বে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাটে এক অসহায় নারীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে ভুক্তভোগী নারী আনজিনা বেগম লিখিত বক্তব্যে জানান, তার নামের ৩৫ শতক জমি ছাত্রলীগ নেতা ছোটন কেনার কথা বলে দখল করে নিচ্ছে। থানা-পুলিশ আইন-আদালত করেও জোরপুর্বক জমি দখল প্রতিরোধ করতে পারছেন না তিনি। এ অবস্থায় জমি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।