‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ নামে কুমিল্লায় ব্যতিক্রমী উদ্যোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ নামে কুমিল্লায় ব্যতিক্রমী উদ্যোগ শুরু করেছে জেলা পুলিশ।
এই দায়িত্ব পালনে বিভিন্ন ইউনিয়নে পাহারার দায়িত্বপালনকারী সাধারণ জনগণের মাঝে ড্রেস, বাঁশি ও লাঠি বিতরণ করা হয়। পুলিশ সুপার জানান, জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নির্মূল পরিপূর্ণভাবে সম্ভব নয়। অপরাধ নিয়ন্ত্রণে জেলার ১৮টি থানায় বিভিন্ন কৌশলগত স্থান নির্ধারণ করা হয়েছে। সম্মিলিতভাবে কাজ করলে জেলার আইনশৃংখলা পরিস্থিতি উন্নত হবে বলেও জানান তিনি।