পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
সিলেটের জকিগঞ্জে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল মান্নান মুন্না নামের ১২ মামলার এক আসামী নিহত হয়েছে।
সোমবার ভোর রাত ৩টা ৪০ মিনিটের দিকে সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে এ ঘটনা ঘটেছে। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় জানান, মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে তার সঙ্গীরা পুলিশের উপর গুলি করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এ সময় গুলা গুলিতে ৭ জন পুলিশ আহত হয়েছেন। এরপর ঘটনাস্থল থেকে আহতবস্থায় মুন্নাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে ঘটনা স্থল থেকে একটি দেশীয় পাইপগানসহ বিপুল পরিমান মাদক উদ্ধার করে পুলিশ।
























