পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত সাহারুল ইসলাম ওরফে খোকন ডাকাত দলের সদস্য।
গেল রাত পোনে ২টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের পাকাখালের কাছে কৃঞ্চচন্দ্রপুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃঞ্চচন্দ্রপুর মাঠে পাকাখাল নামক স্থানে গাছ ফেলে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় তারা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সাহারুল ইসলাম ওরফে খোকন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ওই যুবক একাধিক ডাকাতি মামলার আসামি বলে জানা গেছে।