পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জনতাই পুলিশ-পুলিশই জনতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জনতাই পুলিশ-পুলিশই জনতা। প্রত্যেক থানাকে পুলিশ জনবান্ধব থানা হিসেবে গড়ে তুলতে হবে।
নেত্রকোণা সার্কিট হাউজে তিনি এসব কথা বলেন। জাবেদ পাটোয়ারী আরো বলেন, পুলিশকে জনতার কাছে যেতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে, তাদের হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মুজিববর্ষে অঙ্গিকার প্রত্যেকটি থানায় জনতা নির্ভয়ে থানায় আসবে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল ময়মনসিংহ রেঞ্জ ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম এবং নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম।