পুলিশের বাধার মুখে দেশের বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পালিত

- আপডেট সময় : ০৬:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ, খুলনা ও বরিশালসহ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাড়ার ঘা’ । জনগণের পক্ষে এই ব্যয় ভার বহন করা সম্ভব নয়।
পুলিশের বাধায় কর্মসূচি করতে পারেনি খুলনা মহানগর বিএনপি। নগরীর কে.ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু করলে পুলিশ এসে ব্যানার নিয়ে যায়। পরে, বিএনপি’র নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে সংবাদ সংম্মেলন করে।
বরিশালেও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে মহানগর বিএনপি’র ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে সদর রোডসহ আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো ।