পুলিশকে ‘মানবিক পুলিশ’ হিসেবে গড়ে তুলতে কাজ করেছিঃ বিদায়ী আইজি

- আপডেট সময় : ০৭:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পুলিশের ইমেজ বৃদ্ধি ও মানবিক পুলিশ গড়ে তোলার জন্য দায়িত্ব পালনকালে সচেষ্টা ছিলেন বলে জানিয়েছেন পুলিশের বিদায়ী আইজি ড. জাভেদ পাটোয়ারী। বিদায়ের প্রাক্কলে অনলাইনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি করোনা পরিস্থিতিতে সুরক্ষা সামগ্রী নিয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দেন। রাষ্ট্রদূত হিসেবে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয় জানান ডক্টর জাবেদ পাটোয়ারী।
দায়িত্ব পালনের শেষ দিনে, সাংবাদিকদের সঙ্গে অনলাইন ব্রিফিং করেন, বাংলদেশ পুলিশের বিদায়ী আইজি ড. জাবেদ পাটোয়ারী ।
দায়িত্ব পালনকালে জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, পুলিশের স্বচ্ছ ইমেজ প্রতিষ্ঠায় এবং পুলিশকে ‘মানবিক পুলিশ’ হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন বলেও জানান তিনি ।
করোনা পরিস্থিতিতে সতর্ককার সাথে পুলিশকে আর ঘরে থাকার দেশবাসীর প্রতি আহ্বান জানান বিদায়ী আইজিপি।
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা, উন্নতির জন্য কাজ করবেন বলে আশাবাদ জানান রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া ড. জাবেদ পাটোয়ারী।