পুরো সাংবাদিক সমাজকে হেনস্তা করা হয়েছেঃ জাফরুল্লাহ চৌধুরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
জনগণের জন্য তথ্য সংগ্রহ করায় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে পুরো সাংবাদিক সমাজকে হেনস্তা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।
এজন্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। কিন্তু তা না করায় জনগণ শিগগিরই বিচারকদেরও বিচার করবে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল সলিডারিটি ফ্রি প্যালেস্টাইন শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এতে অংশ নিয়ে আলোচকরা ফিলিস্তিনে ইসরায়েলিদের হামলার নিন্দা জানিয়ে অবরুদ্ধ প্যালেস্টাইনের মানবাধিকার নিশ্চিত করতে বিশ্বের সকল মানবতাবাদী নাগরিক ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার আহবান জানান।