পুরনো ড্রেস আর গায়ে লাগছেনা শিক্ষার্থীদের

- আপডেট সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, পুরনো ড্রেস আর গায়ে লাগছেনা শিক্ষার্থীদের। নতুন করে স্কুল-কলেজ খোলার খবরে তাই অনেকেই ভিড় করেছেন টেইলার্সের দোকানে। ক্লাসের প্রস্তুতি হিসেবে বইয়ের পাশাপাশি অনেকেই স্টেশনারি দোকান থেকে প্রয়োজনীয় সরঞ্জাম কিনছেন।
রাজধানীর একটি মার্কেটে নিজের স্কুলড্রেস কিনতে এসেছে ধানমন্ডি ল্যাবরেটরি স্কুলের এই শিক্ষার্থী । দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় কেনা হয়নি নতুন ড্রেস। এখন পুরনোটা পরতে অসুবিধা হচ্ছে।
এমন অবস্থা বেশিরভাগ শিক্ষার্থীদেরই। সময় কম থাকায় তারা ছুটছেন রেডিমেড ড্রেসের দোকানে। প্রস্তুতি নিতে ব্যস্ত অভিভাবকরাও।
বেশ ভিড় জমেছে বইয়ের দোকানে। খাতা-কলমের মতো জরুরি উপকরণও কিনছে শিক্ষার্থীরা।
বিক্রেতারা জানান, মাঝে বেশ খারাপ সময় গেছে। তবে, এখন ক্রেতাদের উপস্থিতি বাড়ছে।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চলবে বলে আশা করে সংশ্লিষ্টরা।
নতুন ড্রেসের জন্য টেইলার্সে ভীড়, ক্লাসের প্রস্তুতি নিতে স্টেশনারি দোকানে শিক্ষার্থীরা