পুতিন বিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়ার বিভিন্ন শহর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
পুতিন বিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়ার বিভিন্ন শহর। দাগেস্তান অঞ্চল থেকে শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা সাড়ে ৭শ’র কাছাকাছি গিয়ে পৌঁছল।
পুতিনের রিজার্ভ ফোর্স ব্যবহারের ঘোষণা দেয়ার সাথে সাথে আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাশিয়াজুড়ে। বিরোধী দল- ভেসনা এবং জেলবন্দী অ্যালেক্সি নাভালনির সমর্থকরা যেসব শহরে বিক্ষোভের ঘোষণা দেয়, সেখানেই মোতায়েন করা হয় পুলিশ। বিক্ষোভ শুরুর আগেই তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং কর্তব্যে অবহেলার অভিযোগে দায়ের হয়েছে মামলা। এদিকে গতরাতে ইউক্রেনের প্রেসিডেন্ট গভীর রাতের এক ভাষণে রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আত্মসমর্পণকারী সেনাদের সাথে সভ্য আচরণ করা হবে। আত্মসমর্পণের পরিস্থিতি কাউকে জানানো হবে না।