পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
 - / ১৮৯৪ বার পড়া হয়েছে
 
সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে ডুবে রাফি ও সৌরভ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে রাফি ও সৌরভ একসাথে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এর কোন এক সময় পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায় দুজন। পরে স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেলকুচি থানার ওসি খায়রুল বাশার জানান, ঘটনা জানলেও এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি।
																			
																		
















