পি কে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ
- আপডেট সময় : ০৯:৩২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
পি কে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দুদক কার্যালয়ে অর্থ লোপাটের ঘটনায় ওই দুজনকে জিজ্ঞাসাবাদের পর দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, রাশেদুল হকের জবানবন্দিতে নাম আসায় দুদক এই দুজনকে তলব করে। তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে তাদের বক্তব্যের সঙ্গে তথ্য উপাত্ত মিলিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের অর্থ আত্মসাতে ২২টি ও এফএএস ফাইন্যান্সের অর্থ আত্মসাতে ১২টিসহ সর্বমোট ৩৪টি মামলা হয়েছে। বিভিন্ন সময়ে মোট ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১০ আসামি আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।










