পিএসজি’র ফ্রেঞ্চ লিগ ওয়ানের দশম শিরোপা জয়
- আপডেট সময় : ০২:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৭৩১ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ লিগ ওয়ানের রেকর্ড দশম শিরোপা জয় করেছে পিএসজি। আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির গোলে শিরোপা নিশ্চিত করে তারা। লেঁসের বিপক্ষে পিএসজির ম্যাচে করলেন জাদুকরি এক গোল।
অথচ আগের ম্যাচেও হিসেব কষে বলা হচ্ছিল, লিগ শিরোপার উদযাপনেও বুঝি থাকতে পারবেন না মেসি। অ্যাকিলিস টেন্ডনে প্রদাহের চোট কাটিয়ে এক ম্যাচ পর একাদশে ফেরেন মেসি। শুরুর অর্ধে অবশ্য খুব একটা সুবিধে করতে পারেনি দলটি। পায়নি গোলের দেখা, বিরতিতে যায় ০-০ স্কোরলাইন নিয়ে। তবে, বিরতির কিছু পরই লেঁসের ডিফেন্ডার কেভিন ডানসোর লাল কার্ডে কাজটা সহজ হয় পিএসজির। ম্যাচের ৬৮ মিনিটে মেসি বক্সের বাইরে বল পান নেইমারের কাছ থেকে। শট করার স্পেস পেয়েই আর ভুল করেননি। আগুনে এক শটে লেঁস গোলরক্ষককে পরাস্ত করেন। তাতেই শিরোপার সুবাস পেতে শুরু করে পিএসজি। পরে, এক গোল হজম করলেও এক মৌসুম পর লিগ শিরোপা ফিরিয়ে দিয়েছে পিএসজিকে।























