পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পাল্টে দিয়েছে দক্ষিণাঞ্চলের জনজীবন
- আপডেট সময় : ০২:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পাল্টে দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জনজীবন। এক সময় কেরোসিনের কুপি বাতি যেখানে ছিলো একমাত্র ভরসা; সেই বিস্তীর্ণ দুর্গম জনপদ পটুয়াখালীর কলাপাড়ার ঘরে ঘরে এখন আলোর ঝলক।
জীবনের পরতে পরতে রং বদলায়, আসে বৈচিত্র্য। তেমনি জনপদ অজপাড়াগাঁ খ্যাত পটুয়াখালীর কলাপাড়া উপজেলা।
১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র আশীর্বাদ হয়ে এসেছে বিস্তর্ণ এই জনপদে। এই যেন আঁধার ঘেরা কুঠিতে এক মুঠো আলোর ঝলক।
তাই তো অলিতে গলিতে কিশোর হতে বয়বৃদ্ধ মুঠোফোনে শুনছেন বিদ্যুৎ কেন্দ্রের নানা খুটিনাটি খবর। তারা বলছেন, সাগরকন্যা আজ পূর্ণ রুপে ফিয়েছে।
প্রত্যন্ত অঞ্চলের পাড়া মহল্লায়, দোকান ঘরে আলোর ঝলকানিতে খুশি এলাকাবাসী।
দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দেশ আরো এক ধাপ এগিয়েছে বলে মনে করেন এই জনপ্রতিনিধি।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালুর মধ্যদিয়ে ১৩তম দেশ হিসেবে আলট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবে প্রবেশ করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এশিয়ায় সপ্তম দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে লাল সুবজের দেশ।










