পাসপোর্ট সংশোধন করাতে এসে প্রাণ গেল যুবকের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ২১০২ বার পড়া হয়েছে
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় তবারক হোসেন তপু (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তবারক পলাশ উপজেলার ঘোড়াশালের বিরিন্দ গ্রামের মৃত মুজাফফর মিয়ার ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি তিনি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সকালে তবারক নিজের পাসপোর্ট সংশোধন করাতে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আসেন। রাস্তা পার হতে গেলে ঢাকাগামী যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র : আর টিভি