পালিয়ে থাকা আসামীদেরকে আত্মসমর্পনের আহ্বান ময়মনসিংহ থানা পুলিশের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে সাজা মাথায় নিয়ে বছরের পর বছর পালিয়ে না থেকে আসামীদেরকে আত্মসমর্পন করার আহ্বান জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
সাজা ভোগ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসে নিজের ব্যবসা, বাণিজ্য এবং স্ত্রী সন্তানদের নিয়ে সংসারের হাল ধরার আহ্বান জানান কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। সকালে নগরীর শিকারীকান্দা খামার বাজারে বিট পুলিশিংয়ের উঠান বৈঠকে সভাপতির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াজেদ আলীসহ অনেকেই।





















