পালন করা হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ি ট্রাজেডি দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
শোকরেলী,আলোচনা সভা,শহীদ বেদীতে ফুল দিয়ে পালন করা হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ি ট্রাজেডি দিবস।
সকালে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ফুলবাড়িবাসীর ব্যানারে একটি রেলি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। এরপর নিহতের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফুলবাড়ি পৌরসভার মেয়র মতূর্জা সরকার মানিক। পরে সেখানেই দাবি আদায়ে শপথ বাক্য পড়ানো হয়। এদিকে, তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে একটি শোকরেলি বের করে। নানা কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন দিবসটি পালন করছে।





















