পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন তার বড় ভাই

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৭৭১ বার পড়া হয়েছে
পারিবারিক কলহের জেরে যশোর শহরের উপশহর বাবলাতলায় ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন তার বড় ভাই।
শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে মিরাজের সাথে বড় বোনের বিরোধ বাধে। একপর্যায়ে মিরাজ বোনকে চড় মারলে ছোট ভাই ইরান বাধা দিতে যা। এসময় ক্ষিপ্ত হয়ে বড়ভাই মিরাজ তাকেও মারধর করে। ভাই-বোনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে ছোটভাই ইরান মিরাজকে ছুরিকাঘাত করে। পরে মিরাজকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।