‘পারিবারিক আদালত আইন, ২০২২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

- আপডেট সময় : ০৯:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
পদ্মাসেতুকে দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের মাইলফলক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর সব কৃতিত্বই দেশের জনগণের। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভা নতুন ‘পারিবারিক আদালত আইন, ২০২২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, পদ্মাসেতুর নির্মাণে পাশে থাকায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
পারিবারিক আদালত আইনের খসড়া অনুমোদন প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
সাংবদিকদের প্রশ্নের জবাবে ঈদের আগে পদ্মাসেতুতে মোটর সাইকেল চলাচল করবে না বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।