পারাপারের অপেক্ষায় চারশতাধীক যানবাহন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
দ্বিতীয় দফা লক ডাউনের প্রথম দিনেও শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে পারাপারের অপেক্ষায় চারশতাধীক যানবাহন লঞ্চ, স্পিড বোট ও ট্রলার বন্ধ থাকায় নেই যাত্রীর চাপ।
চলমান দ্বিতীয় দফা লক ডাউনের প্রথম দিনেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যারিডোর বলে পরিচিত শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে এখনো পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় চার শতাধীক যানবাহন। আর এসবের মধ্যে পন্যবাহী ট্রাক, কভাট ভ্যানসহ রয়েছে অন্যান যানবাহন। মহা সড়কের বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা বৃদ্বি পাওয়ায় ব্যাক্তিগত যানবাহন ও যাত্রীদের সংখ্যা কমেছে। বিআইডব্লিউটিসি ও ট্রাফিক পুলিশ সূত্রে জানাগেছে এ নৌ-রুটের ১৬টি ফেরীর মধ্যে রোরো, ড্রাম, কেটাইপ ও ছোটসহ মোট ১৫টি ফেরীই যানবাহন পারাপারে ব্যাস্ত সময় পার করছে।














