পাবনায় যৌন উত্তেজক সিরাপ তৈরীর অপরাধে দুই যুবলীগ নেতা আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৭০২ বার পড়া হয়েছে
পাবনায় ডিবি পুলিশের আলাদা দুই অভিযানে যৌন উত্তেজক সিরাপ তৈরীর অপরাধে ও অস্ত্র গুলিসহ দুই যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।
সকালে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গেলরাতে শহরের ছোট শালগাড়িয়া এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ যুবলীগ নেতা আজমলকে আটক করে। আজমল হত্যাসহ একাধিক মামলার আসামী। একই এলাকায় অপর এক অভিযানে মানব দেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে তৈরী বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ ও সিরাপ তৈরীর কেমিক্যাল জব্দ করে। এসময় কারখানা মালিক রাজ আহমেদ রনিকে আটক করা হয়। আটককৃত দুইজনই জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য।























