পাবনায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল শেখকে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল শেখকে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
তাকে প্রথমে কুপিয়ে ও পর গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনার অনন্ত মোড়ে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারীচালিত অটোবাইকের চাঁদা তোলা নিয়ে দীর্ঘদিন ধরে বকুল শেখের সঙ্গে জামায়াত-বিএনপি সমর্থক মোখলেছ আলী গ্রুপের বিরোধ চলছিলো। এরই জের ধরে শুক্রবার রাতে মোখলেছ আলী ও তার সহযোগীরা বকুলকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়।পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বকুল শেখ দোগাছী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।