পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

- আপডেট সময় : ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
শ্রমিক লাঞ্ছিতের প্রতিবাদে মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে।
সকাল ৬টা থেকে পাবনা-ঢাকা মহাসড়কসহ সকল রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অনেকেই দুরদুরান্তে যাতায়াতের জন্য বাইরে বের হলেও যানবাহন চলাচল বন্ধ থাকায় পড়েছে বিড়ম্বণায়। পাবনা জেলা মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সকল বাস ঢাকায় যাতায়াত করে। মাঝেমধ্যেই নানা অজুহাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করে। গেলো ২৪ ডিসেম্বর পাবনা এক্সপ্রেসের দুই সহকারিকে মারধর করে তারা। এর স্থায়ী সমাধান দাবি করে তিনদিনের আল্টিমেটাম দেন পাবনার পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেয়া তারা।