পাবনার ভাড়ারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গুলিতে চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলম নিহতের ঘটনায় পাবনার ভাড়ারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে, মৃত্যুর কারণে মামলা করেছেন নিহতের বাবা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহতের বাবা মোজাম্মেল খান বাদী হয়ে ভাড়ারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ খানকে প্রধান আসামী করে গেলো রাতে মামলা করেন। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত রয়েছে অন্তত ৫০ জনের নাম। পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান চলছে। এখন পর্যন্ত আটক হয়নি কেউ। এরআগে, শনিবার উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়া হয়। গতকাল নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইয়াছিন আলম। প্রতিবাদে এলাকায় বিক্ষোভ করেছে তার সমর্থকরা। আজ নিহতের মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।