পাবনার ইছামতী নদী পাড়ের অবৈধ দখল উচ্ছেদ অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
এক বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে পাবনার ইছামতী নদী পাড়ের অবৈধ দখল উচ্ছেদ অভিযান। দ্বিতীয় দিনের মতো চলেছে এই অভিযান।
সকালে শহরের গোপালপুর, গোবিন্দা ও কদমতলায় জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এ সময় এস্কেভেটর দিয়ে নদী তীরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানের সময় অবৈধ স্থাপনার মালিকরা অসন্তোষ প্রকাশ করলেও, স্বাগত জানান সাধারণ মানুষ। গত বছরের ২৩ ডিসেম্বর লাইব্রেরি বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ড। এক হাজারের বেশি অবৈধ দখলদার চিহ্নিত করা হয়েছে বলে জানায় তারা।










