পাবজি গেম প্রতিযোগিতায় অংশ গ্রহণের অভিযোগে ১০৮ যুবককে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত পাবজি গেম প্রতিযোগিতায় অংশ গ্রহণের অভিযোগে ১০৮ যুবককে আটক করেছে পুলিশ।
শহরের একটি কমিউনিটি সেন্টার থেকে তাদেরকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৪ জনকে ২ দিন করে কারাদণ্ড দেয়া হয়। বাকীরা অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। পুলিশ জানায়, জেলা সদরের দৌলতদিয়ারের একটি কমিউনিটি সেন্টার দোতালায় পাবজি গেম খেলা হচ্ছে এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় গেম খেলা অবস্থায় ১০৮ জনকে আটক করা হয়। পাবজি গেম খেলতে আসা অধিকাংশের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তারা সবাই ছাত্র।




















