পানিবন্দী ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার ৩০ গ্রামের বাসিন্দা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সক্রিয় মৌসুমী বায়ুর কারণে সারাদেশে ভারী বর্ষণ শুরু হয়েছে। টানা দুই দিনের বৃষ্টি আর উজানের ঢলে পানিবন্দী ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার ৩০ গ্রামের বাসিন্দা।
ভোররাতে ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুরে মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশ দিয়ে নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে যায়। এতে ওই এলাকার অন্তত ২০ গ্রামের মানুষ এখন পানিবন্দী। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বিপর্যস্ত হালুয়াঘাটের বিভিন্ন এলাকা ও কৃষি জমি তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে ১০ থেকে ১৫ গ্রামের মানুষ।