পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে নীরবতা-নিস্ক্রিয়তার দিন শেষ : উপদেষ্টা রিজওয়ানা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
 - / ১৮৬৬ বার পড়া হয়েছে
 
মানবিক কারণে হলেও ভারত-বাংলাদেশকে একসাথে পানি ব্যবস্থাপনার সমস্যার সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। একথা বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের দাবিগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর এলাকায় মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, নদীর পানি কেবল রাজনীতি নয়, এটি কূটনীতি এবং অর্থনীতিও। ভারতের সাথে আগের সরকারের কোনো নিস্ক্রিয়তা থেকে থাকলেও সেই দিন শেষ হয়ে গেছে। দরকষাকষি করে চুক্তি অনুকূলে থাকলে তা স্বাক্ষর করা হবে। অন্যদেশ কি পদক্ষেপ নিলো তা আমাদের দেখার বিষয় নয়। এ সময় তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ায় পরও ভারত স্বাক্ষর করেনি বলেও জানান তিনি।
																			
																		














