পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে শিক্ষকদের পরামর্শ চেয়েছে মন্ত্রণালয়
- আপডেট সময় : ০৪:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ২৬২৫ বার পড়া হয়েছে
২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে বিদ্যমান ভুল, অসংগতি এবং পরিমার্জনের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সুপারিশ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে একটি নির্ধারিত ছক ও নির্দেশনা পাঠানো হয়েছে। এতে সংশ্লিষ্ট বিষয়ের ওপর পাঠ্যবই পর্যালোচনা করে ভুল-ভ্রান্তি, তথ্যগত অসংগতি কিংবা ভাষাগত সমস্যা চিহ্নিত করে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় সুপারিশ পাঠাতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, পাঠ্যপুস্তকে গঠনমূলক পরিবর্তনের লক্ষ্যে মাঠপর্যায়ের শিক্ষকদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতার আলোকে পাঠ্যবইয়ের বিভিন্ন দিক মূল্যায়ন করে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে আরও গ্রহণযোগ্য ও কার্যকর পাঠ্যবই প্রণয়ন সম্ভব হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপারিশ পাঠানোর নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যাতে প্রাপ্ত মতামতসমূহ বিশ্লেষণ করে যথাসময়ে পাঠ্যবই পরিমার্জন কার্যক্রম সম্পন্ন করা যায়।
এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উপযোগী, যুগোপযোগী এবং মানসম্মত পাঠ্যপুস্তক নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।



























