পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে গতকাল থেকে সৃষ্টি হয়েছে তীব্র যানজট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি ঘাটে যানবাহনের প্রচন্ড চাপ বেড়েছে। গতকাল থেকে এই তীব্র যানজটের কারনে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মোহম্মদ জিল্লুর রহমান জানান, গত দুই দিন থেকেই হাল্কা গাড়ি ও যাত্রীবাহী বাসের প্রচন্ড চাপ বাড়ে পাটুরিয়া ঘাটে। অগ্রাধিকারের ভিত্তিতে ছোট-বড় গাড়ী পার করা হচ্ছে এতে করে আটকে পড়েছে শত শত ভারী যানবাহন। সকাল থেকে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়ার কন্ট্রোল রুমের সর্বশেষ খবর অনুযায়ী পাটুরিয়াতে ১৫০ টি যাত্রী বাস, ১৫০ ব্যাক্তিগত গাড়ী এবং ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এই নৌরুটে ১৭ টি ফেরির মধ্যে ১৬টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।