পাগলা মসজিদের সিন্দুকে চার মাসের মাথায় মিলেছে কাঁড়ি কাঁড়ি টাকা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
 - / ১৭৩১ বার পড়া হয়েছে
 
চার মাসের মাথায় আবারও কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৮টি দান সিন্দুক খুলে মিলেছে কাঁড়ি কাঁড়ি টাকা।
সকাল আটটায় দান সিন্দুক খুলে ১৯ বস্তা টাকা পাওয়ার পর শুরু হয় গণনা। প্রায় দুই শতাধিক লোক টাকা গণনা করছেন। এর আগে গত ৭ জানুয়ারি ৮টি দান সিন্দুকে দিনভর ২০ বস্তা গুণে পাওয়া যায় ৪ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকা। আরো পাওয়া যায় বৈদেশিক মুদ্রা ও সোনা-রুপা। জেলা শহরের নরসুন্দা নদীতীরের ঐতিহাসিক মসজিদটিতে আটটি লোহার দান সিন্দুক আছে। তিন মাস পরপর এই সিন্দুক খোলার নিয়ম থাকলেও এবার রোজা ও ঈদের কারণে খোলা হয়েছে চার মাসের মাথায়।
																			
																		














