পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষারধসের ঘটনায় গেলো ২৪ ঘণ্টায় অন্তত ৫৭ জনের মৃত্যু
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১০:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষারধসের ঘটনায় গেলো ২৪ ঘণ্টায় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে মৃত্যু হয়েছে কমপক্ষে আরও দশজনের।
ভারি বৃষ্টিপাতের পর নিলম উপত্যকায় এই তুষারধসে অনেক গ্রামবাসী আটকাও পড়েছেন বলে দুই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারি বৃষ্টিপাতের পর ওই এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। তুষারধস ও ভূমিধসে অনেকে নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ভারি বর্ষণের পর ভূমিধস ও তুষারধসে আজাদ জম্মু ও কাশ্মীর, গিলগিট-বালতিস্তান, মালাকান্ড ও হাজারা বিভাগের প্রধান প্রধান সড়ক ও মহাসড়কগুলো বন্ধ হয়ে গেছে।

 
																			 
																		



















