পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ইংল্যান্ড
- আপডেট সময় : ১২:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ইংল্যান্ড।
১৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান অধিনায়ক এয়ন মরগানের। এছাড়া মালান করেন অপরাজিত ৫৪ ও ব্যারিস্টো ৪৪ রান। সাদাব খান ৩৪ রানে নেন ৩ উইকেট। শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে পাকিস্তানের দুই ওপেনার বাবর আযম ও ফখর জামান। ২২ বলে ৩৬ রান করা ফখর জামানকে সাজঘরে ফেরান আদিল রশীদ। এরপর হাফ সেঞ্চুরী তুলে নিয়ে অধিনায়ক বাবর আযম আউট হন ৫৬ রান করে। পরে মোহাম্মদ হাফিজের ৬৯ রানের ওপর ভর করে ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৯৫ রানের লড়াকু ইনিংস দাঁড় করায় পাকিস্তান। একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টুয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মঙ্গলবার এ্কই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।




















