পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বিঘ্নিত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ মহাসড়কে কাজ চলার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে তিতাস গ্যাসের পাইপ লাইন। ফলে বিঘ্নিত হচ্ছে ওই এলাকার আবাসিক গ্যাসের সেবা।
জেলার আশুগঞ্জ-আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সময় এই বিঘ্নতা দেখা দেয়। সোমবার রাত ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। লাইন লিকেজ হওয়ায় গ্যাস বেরুতে থাকলে পাইপ লাইনটি বন্ধ করে দেয় কৃর্তপক্ষ। ফলে জেলা শহরের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে বিকল্প পাইপ লাইন থাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়নি। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, ভেকু মেশিনে মাটি খুঁড়তে গিয়ে এই বিপত্তি তৈরি হয়। দুর্ঘটনার পর ১ ঘন্টা বন্ধ ছিল কুমিল্লা -সিলেট মহাসড়কে যান চলাচল।